যারে তুই আপন ভাবিস সেতো আপন নয়
কোন সে ব্যথায় চোখের কোলে অশ্রুধারা বয় ।
পদ্ম-পাতায় জল টলমল, মনের ভিতর উথাল পাথাল
কোন সে ব্যথায় চোখের কোলে অশ্রুধারা বয় ।


হৃদয় পুরে দিবানিশি আপনমনে বাজায় বাঁশি
আধেক তারে চিনতে পারি আধেক পারি নাই ।


ভুবনেতে এলে গেলে, রং তামাশায় ডুবে গেলে
পার হতে যে কড়ি লাগে, পাবিরে কোথায় ?
অন্তরেতে যে করে বাস, সত্যি তারে চিনতে কি চাস ?
দুচোখ মুদে খুঁজলে পাবি আঁধারে রোশনায়  ।


--------------------------------------