মাগো তুমি আজো অপেক্ষা কর!
চশমাটাকে আছড়ে ভেঙ্গে ফেল ।
শিড়দাঁড়ায় ঋজু হয়ে উঠে দাড়াও
হাতের লাঠিতে আর ভর দিওনা ।
   ওইযে ধানের ক্ষেতে বাতাস ঢেউ খেলছে,
   উঠোন জুড়ে চড়ুইঝাঁক কিচির মিচির করছে,
   বুলবুলিটা খেজুর গাছের রস চুসে খাচ্ছে,
   শাপলা ফোটা জলজ কাঁচ জলে
   মাছেরা রুপালী ঝিলিক দিচ্ছে,
   দুধসাদা বকটা নীল আকাশে ডানা মেলছে,
   লাল সবুজের পতাকা পতপত করে উড়ছে,
                    ওইগুলোই তো আমি .........
হ্যা আমি বলেছিলাম, তোমার কাছে ফিরে আসব;
পায়ে যাতে রক্তের দাগ না লাগে মুছে ফেলেছি;
শিশির ভেজা সবুজ ঘাসে হাঁটলে বুঝতে পারনা ?
কত কত মুক্তির গান গলায় গলায় তুলেছি
সাইরেন, বোমা গুলির শব্দ আর কি শুনতে পাও ?
পাওনাতো ? চোখদুটোকে ভালো করে মোছো,
          ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাও।
          ওখানে আমি আছি তোমার সাথে তোমার পাশে ।