একটু ঘিরে রেখো, হাতটি হাতে রেখো
দিন ফুরালে আমার তৃষ্ণা মিটিয়ে দিও।
শিশু যেমন একদিনেতে হয়না পরিনত
আগাছা যদি থাকে একটু সরিয়ে দিও।
তারপর, দিন ফুরিয়ে মাস, মাস ফুরিয়ে বছর
বৃক্ষ হবে মহীরুহ, তখন আমি নইতো ছোট্ট চারা।
আগুন দিনে ছায়া দেব, বৃষ্টি দিনে হব ছাতা
হিমেল হাওয়ায় চাদর হয়ে ছড়িয়ে দেব উষ্ণতা।


প্রশ্বাস দিলে জঠরেতে প্রাণবায়ু তাই দিই অনন্ত
আমায় বাঁচিয়ে বাঁচো তোমরা নবদিগন্তে বসন্ত।


চলতে চলতে এমনি করে নবরত্নে রাখব ঘিরে
প্রাণের সাথে প্রাণ মিলিয়ে বছর বছর এমনি করে।
বুক দুরদুর কি হয় হয়, মুষড়ে পরি অবহেলায়,
ভুল কোরনা আর, আমার ধংসে তোমাদের পরাজয়।
সুখ দুঃখে ঝড়ের রাতে বন্ধু হয়ে তোমার কাছে
কথা দিলাম থাকব কাছে, জন্ম মৃত্যু যেমন নাচে।
তোমার সাথে আমার বাঁধন হোকনা চিরকালের
পাশে ছিলাম থাকবো পাশে, স্বপ্ন নোতুন ভোরের।