কাল বলেছি আজ বলছি আগামী কালও বলব
বার বার বলে ফেলি - আর হয়তো আসা হবেনা।
রোজ বলি হয়তো শুনতে কারোর ভালো লাগেনা।
তবু বলতে থাকি, বলতে থাকি  আমার ও ভালো লাগেনা।
মনে মনে ভাবি, আজ রাতে হয়তো দীর্ঘ অপেক্ষার শেষে
প্রকৃতির অমোঘ নিয়মের শেষ অস্ত্র নামবে অবশেষে।
শেষের কবিতা’র কবিতার প্রিয় লাইন গুলো
অনেক অনেক চেষ্টা করেও বলতে পারছিনা ।
তাহলে কি .......তাহলে কি........ তাহলে.....
না না, ওই যে দুরে আজানের ধ্বনি শুনছি
মাদার ডেয়ারির দুধের গাড়িটা রাস্তা কাঁপিয়ে গেল।
পূবের আকাশটা ধীরে ধীরে ফর্সা হচ্ছে
আমার হাতের লাঠিটা কি আমায় ডাকছে?
হ্যাঁ, বলছে- চলো তোমার জন্য ওরা অপেক্ষা করছে ।
তুমি আসলে কামিনীর পাঁপড়িরা ঝরবে,
তুমি আসলে দুষ্টু কোকিলটা ডেকে উঠবে।
তুমি হাসলে ভীতু চড়ুইগুলো সাহস পাবে,
তুমি বললে সবাই কান পেতে শুনবে।
পুরনো আর নতুন গল্প, মিলে মিশে এক হয়ে যাবে
কফি হাউসের গানের সুর হৃদয়ে রয়ে যাবে//