বাংলা আমার


বাংলা আমার পথের পাঁচালি বাংলায় কথা বলি
বাংলা আমার পাল তোলা নাও বাংলায় পথ চলি ।
বাংলা আমার ফুল কুড়ানো ভোরের শেফালিকা
বাংলা আমার হিমের রাতে জ্বালায় দীপালিকা ।
বাংলা আমার চোখ জুড়ানো নকশীকাঁথার মাঠ
বাংলা আমার শালুক ফোটা পদ্ম দিঘীর ঘাট ।


বাংলা আমার ঘুম পাড়ানি মাসি পিসীর গান
বাংলা আমার কান্না হাসির দোলায় দোলে প্রাণ ।
বাংলা আমার গঙ্গা পদ্মা মিলে মিশে একাকার
বাংলা আমার পথ দেখায় আলো হাতে বারবার ।
বাংলা আমার শঙ্খচিল উড়ুক আকাশ নীল জুড়ে
বাংলা আমার স্বপ্নের দিন বারে বারে আসুক ফিরে ।





৩১/১০/২০১৪