তোর জন্যে রং রেখেছি অপরাজিতার পাঁপড়িতে
তোর জন্যে রং রেখেছি নীল আকাশে রামধনুতে/
তোর জন্যে রং রেখেছি পলাশ ফোটা জঙ্গলে
তোর জন্যে রং রেখেছি শিশির ধোয়া পদ্ম ফুলে/
ভোমরার গানে গোমড়া মুখে চলকে উঠবে হাসি
মাতাল বাতাস উতাল হবে শুনে বাঁশের বাঁশি /
পারবিনা তু্ই থাকতে ঘরে ঝরনা হয়ে ঝরবিরে
মুখ লুকিয়ে এই বুকেতে মনের মানুষ খুঁজবিরে/
ফাগুনের আগুন আঁচে মন পুড়ে যায় যাকনারে
রং মেলাতে রঙের দেশে আজ দুজনেই জাগবরে//