নিষ্ঠুর বাস্তব এমন খুব কজন মানুষের ভাগ্যে জোটে
যদি সুযোগ আসে খুঁজে নেব অরণ্যের নিঃস্তব্ধতা
   ধূসর মাটি থেকে খুঁটে নেব কৃষ্ণচূড়ার বীজ
      বুড়ির সুতো ধরে ফেলবো ফাগুন বেলায়
      বটের ঝুড়িতে হবে আন্দোলিত এই হৃদয়
      ঘর্মাক্ত শরীর জুড়িয়ে নেব তমালের ছায়ায়
     দেখে নেব ফড়িঙের দল চুপিসারে কোথায় যায়?
   অল্প স্রোতা নদীর কাঁচ কাঁচ জলে গা ভাসিয়ে দেব            
  এই জীর্ণ হলুদ মনটাকে করে নেব কিশলয়
আমি আসছি তুমি কেন দুরে তুমিও এসো ।


ছোট্ট বেলার মত কুন্দফুলের মালা গেঁথে নিও
কিছু পরেই তো চাঁদ উঠবে রুপোর থালার মত
আকাশে অনেক অনেক তারা ভিড় করে আসবে
নতুন নতুন নামে ওদের একে একে ডেকে নেব ।