অনেক দীর্ঘ অনুসন্ধানে শ্রান্ত
                 কোন চিহ্নতে নেই, তুমি কোথায়?
সহসা নিরেট পাথরে আবিস্কৃত
                  চিবুকে হাত রেখে অপেক্ষায় !
অশ্রুসজল ওই দুচোখে উদ্বেগ
                কোন সুদুর থেকে ডাকছ কাকে?
চিকন গ্রীবায় আঁকা দিগন্তরেখা
                  পথ খুঁজে ফেরো পথের বাঁকে!
অঞ্চলপ্রান্ত ধূলায় গিয়েছে খসে
                   তুমি অজানা পাথর প্রতিমা ।
বহুকাল ধরে আছো অধীর প্রতিক্ষায়
                প্রিয়র কাছে চেয়েছ মুক্তিভিক্ষা।
পাথর বুকে ছেনি হাতুড়ির ঠোকাঠুকি
                কঠিন আঘাতে চকমকি ঝলসায় ।
পুরবের সূর্য্য হেলেছে পশ্চিমে
                মেতে গেছি কি এক আগুন খেলায়;
যেমন করে বৃন্তে ফুল ফুটে ওঠে
              তোমার অবয়ব তেমনি উঠছে ফুটে ,
তোমার ওষ্ঠ জুড়ে এখন হলুদ বিকেল
               দুচোখ তৃষ্ণায় আধখানা চাঁদ ওঠে।
ক্লান্ত চাঁদের চোখে ঘুম এসেছে
               ছেনির শেষ আঘাতে তুমিও সম্পুর্ণা ;
এস প্রিয়ে ধীরে চরণ দুটি ফেলে
               আমায় করো অনন্য ওগো অনন্যা ।