ভাল লাগা ঘিরে থাক একটা সবুজ বনানী
     নিবিড় এক শান্তি, দুচোখ দিয়ে দেখি
     সবুজের সরলতায় হারিয়ে যাবার ডাক।
থাকুক একটা গ্রাম্য মেয়ের মতন ঝোড়া
    ওর পায়ের নুপুরের যখন তখন বাজে
   তেমনি পাহাড় বেয়ে নামুক বাঁধন হারা ।
নির্ভয়ে হরিণের দল ঝরনাধারায় আসুক
   দহন দগ্ধ দিনে আকন্ঠ তৃষ্ণা মিটাতে
   জলকাদায় থাকুক ওদের খুড়-চিন্হ ।
অনেক অপেক্ষায় থাকা একটা খরগোশ
    ধীরে নেমে আসে জলধারার কাছে
    উত্কর্ণ হয়ে কি শুনে দ্রুত পলায়ন।
বিপদ বুঝে পাখির চিত্কারে আকাশ ফাটে
    আলো ছায়াতে এক হলুদ ডোরাকাটা
অসন্নপ্রসবা। সেও নিরাপদ আশ্রয় সন্ধানে ।