মেয়ে তুই ছুঁয়েছিলি মাটির বুক ?
   তখন শুখা মাটি ভুখা ছিল
   পরশ পেয়ে সরস হলো;
   বুকের ভিতর কিযে মাতন
   ভিতর বাহির উথাল পরান;
   সৃষ্টির সুখে এই দুনিয়া রাঙাতে
হৃদয় এগিয়ে দেয় সবুজ খামেতে।


মেয়ে তুই ছুঁয়েছিলি নদীর মুখ ?
        পিনাকে তাই টঙ্কার লাগে
        বান ডাকে ওই মড়া গাঙে;
       ধরণী ছেড়ে তরণী স্রোতে
       জলজ প্রাণ উত্সবে মাতে;
  সাগরের হাতছানি উজানী বাতাসে
  সৃষ্টির নবতরঙ্গ ধায় মিলন তিয়াসে ।


মেয়ে তুই ছুঁয়ে দিবি আমার মুখ ?
      কত যুগ থেকে প্রস্তুরিভুত
      তোর পরশে হবো আবিস্কৃত;
     পাঁজর জুড়ে পুরাতন জড়তা
     হাঁপরে দিবি সঞ্জিবনী বারতা;
মল্লারে গাই দ্বৈতগান সৃষ্টি সুখের উল্লাসে
নবজীবনের নবছটায় পুবের আকাশ উদ্ভাসে।


:- কবিতা কবি সংহিতা'কে উত্সর্গীকৃত ।