নামে কিবা কার কী আসে যায় !
কাজই হোক সবার আসল পরিচয়।
মেঘ যদি বৃষ্টি দেয়
দুনিয়া জোড়া মেঘের কত নাম হয়।
মেঘবালিকা কাদম্বিনী মেঘরাজ
বারিদ, নীরদ, জলদ শত নামে ডাকা হয়।
বৃষ্টি দিয়ে প্রবল খরায়  
এই শস্যশ্যামলা পৃথিবীর তৃষ্ণা মেটায়।
কত শত নাম এই পৃথিবীর
ভূমন্ডল, মহী, মেদিনী, ধরা,
ধরিত্রী, ধরণী, বসুমতী,বসুধা বসুন্ধরা।
মহাজগতের মাঝে প্রাণ স্পন্দন সম্পদে ভরা।


নামে কিবা কার কী আসে যায় !
কাজই হোক সবার আসল পরিচয়।
সৌরজগতের মধ্যমনি সূর্য যে তার নাম
সৃষ্টির যত আদি কথা তারেই জানাই প্রনাম।
তারও যে কত শত নাম ইয়ত্তা তার নাই।
তাঁরই কল্যাণে সৃষ্টি আজো সদা চঞ্চল সুখময়।
মায়ায় ঘেরা মমতা মুখোশে ঢাকা বড় কঠিন
মিছরি ছুরিতে রক্ত ঝরায় হিম শীতল মসৃণ।


নামে কিবা কার কী আসে যায় !
যদি সুচেতনা সুচেতন হয়ে যায়।
কাজই হোক সবার আসল পরিচয়।