তুমি আর আসবেনা -
এই দেখনা কৃষ্ণচুড়ার পাঁপড়ির রং ধরে রেখেছি
              জলছবির প্রতিটি আনাচে কানাচে ।
নীল মেঘে একটা ডাকাত মেঘ দেখা দিতেই
              সাদা পাতায় বন্দী করে রেখেছি  ।
বকুলের গন্ধ এই ফুসফুসে যতটা ধরে
              ততটাই সংরক্ষণ করেছি ।
কাঞ্চন ফুলের হরিদ্রাভ রেনুগুলি থরে থরে
            অতি সন্তর্পনে করপুটে ধরেছি ।
বাদল মেঘ দেখে ময়ুরের কেকাধ্বনিতে
             চকিতে মন সবুজ অরণ্যানী ।
পেখম মেলে সহস্র আঁখিপল্লব উদগ্রীব
             এসেছ বুঝি প্রথম বৃষ্টি নিয়ে ।
তুমি আর এলেনা  -
চম্পাবনে চৈতি হাওয়া এখন বুঝি ক্লান্ত হয়ে
                মুখ লুকালো হলুদ খরগাদায় ;
চাঁদজোত্স্নায় জ্বলে পুড়ে এক মুঠো ছাই
     দেখলে তোমায় নিমেষেই ফিনিক্স পাখী...