কাকেদের চিৎকারে ঘুম ভেঙে গেল।
অভ্যস্ত শহরে ওদের ডাক বিচিত্র নয়,
তবে অনেকের চিৎকার মানে তো প্রতিবাদ।
প্রতিবাদ বিষয়টা বেশ লাগে।
বাড়ির ছাদে যেতেই হোল।
ওদের প্রতিবাদের কারণ ও বোঝা গেল।


একটা ময়ূর গুটিসুটি হয়ে কোণে ছটফট করছে।
কাকেদের অত্যাচার থেকে মুক্তি পেতেই হয়তো।
অনবরত নিজেকে লুকাতে চায়ছে।
চোখে চোখ পড়তেই সে দু'পা পিছিয়ে যায়।
কাকেরা ছত্রভঙ্গ হতেই সে যেন একটু স্থির হয়।
তার স্বাভাবিক আচরণে চিনিয়ে দেয় নিজেকে।


ও চিড়িয়াখানার চকিতে মুক্তি পাওয়া আসামী।
পাখায় তেমন জোর নেই ঔজ্জ্বল্য হারিয়ে গেছে;
আকাশের মেঘ দেখে পেখম মেলার চেষ্টা করে।
মুগ্ধতায় মুঠোফোনে মূর্তিমানের মুহূর্তরা বন্দী।
এ্যাম্বুলেন্সের শব্দে সে চঞ্চলতা প্রকাশ করে
অজানা আশঙ্কায় ডানা মেলে দেয় আকাশে।