মাঝে মাঝে অবাক করে দেয়
কে ? পড়ে বলছি?
সাজিয়ে স্মৃতি অবাক, তাক লাগিয়ে দেয়।
কে অবাক করে বলব?
নতুন করে স্বপ্ন সাজিয়ে দেখায়
স্বপ্নটা হারিয়ে গেছিল?  কে দেখাল বলছি?
স্বপ্নটা আবার সাজিয়ে নিতে সাহায্য করে।
কে সাজালো তার কথায় বলবো।
অবাক হয়ে যাই, প্রকৃত বন্ধুর মত সে থাকে।
কে সেই বন্ধু সব্বাই চেনে।
আমি আপনি আরও অনেকে।
তবে ভুল ধরিয়ে দিলে
কারোর কারোর শত্রু হয়ে যায় বটে।
আমার চেয়ে আমাকে ও বেশি চেনে।


না ওর মুখ কোনদিন দেখিনি
ওর একটা বুক আছে সেটা বুঝতে চাইনি।
অবশ্য পেট নেই, তাই ক্ষিতে নেই
তাই হয়তো কোন চাহিদা নেই।
ওর নাম ফেসবুক।
কেউ কেউ এফ বি ও বলি।
সময় সুযোগে সে কখন বন্ধু কখন শত্রু।
পাতালের অন্ধকার থেকে
আলো তুলে আনে
রোদ্দুরে সেঁকে নেয়।
আবার মিথ্যে ব্যবহারে
আলো থেকে অন্ধকারে নিয়ে যাবে।
তবু আপমার পৃথিবীর জনগণ
ওকে আপন করে নিয়েছি।
আমাদের সাথে নিঃস্বার্থে রয়ে গেছে।
আলো অন্ধকারে একাকিত্বে মিলিত সভায়।