আঁটিই হোল খাঁটি
ভোটে জঙগণই ঘাঁটি।
শেষে ওরা আমড়াআঁটি
নিজেরা থাকে পরিপাটী।


টাকায় টাক ভরবে কেশ
টাকায় ঠাট জমবে বেশ ।
টাকায় ডঙ্কা ভোট বাজারে
টাকায় ঢাক বাজবে জোরে।


অসাধারণ ছন্দে বাস্তব কথা
নব আনন্দে ভুলি সব ব্যথা
তব কবিতা যেন সবিতা
আলো দেখায় যথা তথা।


মনের মানুষ মনে থাকে
বৃথায় খুঁজি মাঠে ঘাটে।
আপন মনের মাধুরীতে
বাঁশি বাজায় পথের বাঁকে।