কিছু ভুল ফুল হয়ে ফুটে থাকে
কিছু হয়ে যায় কাঁটা।
কিছুর পরে কিছু জুড়ে জুড়ে
জাগে জোয়ার শেষে ভাঁটা ।

ব্যাথার সাথী কম হয়
সুখের সাথী অনেক।
চলতে চলতে ক্লান্ত যখন
সাথীই বলে জিরাও খানেক।

গোটা জীবনের সারকথা
জেগে জাগিয়ে রাখার সৎ প্রচেষ্টা।
আসা যাওয়ার মাঝখানে শুধু
মানুষের জন্য কিছু করা পথে হাঁটা।

মানুষ ক্রমশই সভ্য হচ্ছে
প্রকৃতিকে কৃপণ দহন করে।
আমরা ততই পিছিয়ে পড়ছি
অসভ্যতার আগাছার অন্ধকারে।