ভালবাসলে বুঝি এমন করে বলা যায়;
ভালবাসলেই কি এমন করে বলা যায়!
ভালবাসলেই এমন অনেক কিছুই বলা যায়।
ফুল দিওনা প্রিয় বরং কাঁটা দিও
দিওনা অমৃতধারা বরং বিষ দিও
চাঁদের জ্যোৎস্না চাইনি সূর্যের প্রখর তেজ দিও।


বৃষ্টিভেজা অবুঝ সবুজ বনানী নাইবা হলে
ক্যকটাসে ভরা বৃষ্টিহীন মরুভুমি রেখে দিও।
ভালবাসি আমি তাই শরীরে ভীষণ রকম জ্বর
আমিও চাইনা হৃদয়ের উঠানে উঠুক চকিতে ঝড়
থার্মোমিটারের প্রয়োজন নেই নিরাপত্তার বাক্সেই থাক
চোখ যার ঘষা কাঁচ সে বৃথায় মাপে উত্তাপ।


একটু একটু করে দূরে চলে যাচ্ছি
ছেঁড়া আমার পাল ভাঙা আমার হাল
অজানা অচেনার উদ্দেশে দিচ্ছি পাড়ি
জানিনা আর ফিরব কী ফিরবনা
বকুলের ডালে ফুল ফুটলে, পলাশে দোলা দিলে
যা হোক কিছু একটা ছন্নছারার ছবি এঁকে নিও।