দাদা পাড়ার দুগ্গা পূজার চাঁদাটা?
ওইতো আপনারই পাড়া।
ওই যে অটো স্ট্যান্ড। ওইখানে...
আপনি রোজ অফিস যান, হ্যাঁ হ্যাঁ ...
এই পঞ্চা লেখ ৩০১ টাকা।
৫১ টাকা! সেকি ! কি করে হবে বলুনতো!
বাজারে দরদাম দেখছেন না।
কি বলছেন! ওটা আপনার পাড়া নয়।
ও আচ্ছা আচ্ছা ... ঠিক আছে ।
বিলটা রেখে দিন পরে আসব।


কাকু আপনার নিজের পাড়ার পূজা।
খেলার মাঠ জুড়ে প্যান্ডেল হয়েছে দেখেননি।
এবারে ফানশান হবে; মুম্বাই থেকে শিল্পী আসবে।
আপনার মেয়ে ফুলঝুরি উদ্বোধনী সঙ্গীত গাইবে।
নাচ গান আলো ঝলমল করবে।
তৃতীয়াতে ফিল্মি কাম মন্ত্রী কাম সাংসদ
জমকালো পোশাকে রিমঝিম দিদি ফিতা কাটবে।
হেভি হবে এবারেইতো ৪০ বছর পূর্ণ হোল।
কাকিমা অষ্টমীর দিন অঞ্জলি দেবে।
বুঝলেনতো! এই মদন ১০০১ টাকা লেখ।
কি বলছেন কাকু । পাশের ফ্লাটে ৫০০১ দিয়েছে।
এখন দেবেন না, ও আচ্ছা পরে আসব কাকু।


কাকু আমাদের চাঁদাটা ।
বাজার যাবার পথে গলিতে হয়।
গতবারে ২০১ দিয়েছিলেন এবারে ৩০১ চাই।
সবকিছুর দাম বেড়েছে। দশলাখ বাজেট।
কোন ক্লাব! যুগেরযাত্রী ক্লাব।
মন্দার দা'কে চেনেনতো! দারুন নাম ডাক!
আমাদের ক্লাবের সভাপতি।
আপনার কোন সমস্যা হলে বলবেন
সবসময় ডাকলেই দাদাকে পাশে পাবেন।
এই শ্যাম ! এই শ্যামসুল লেখ ৩০১।
আমাদের ক্লাবে সর্বধর্ম সমন্বয়ে পূজা হয়।
দারুন আনন্দ হয়, ভোগ খেতে আসবেন।
চাঁদাটা এখন পেলে ভাল হয় কাকু।
আমাদের আর আসবার সময় হবেনা ।