আয় মারবি যদি আয়রে আয়
যতক্ষণ প্রাণ আছে লিখে রেখে যাই।
নিঃশেষ হতে হতে রক্তের আখরে
জীবনের নিখাদ সত্যটাই ।
আয় মারবি যদি আয়রে আয়
বদলের বদলে কি পেয়েছি হিসাবটা আজ চাই।
এইবারে যা করবার করবোরে সেটাই
তুবড়ি কথার ফুলঝুরিতে ভুলছিনা আর ভাই।


আয় মারবি যদি আয়রে আয়
ঠাণ্ডাঘরে দিব্যি বাঁচো আমরা কেন নরক যন্ত্রণায়।
বলতে পারো বলেই দেখো
কি আর এমন বেশি আছে ওই মগজের কারখানায়।
আয় মারবি যদি আয়রে আয়
দিনে দিনে ফুল্কি আগুন দাবানল যে হবেই
পালাবার আর মিলবেনা পথ
আগুন যখন আসবে ছুটে ওই প্রাসাদের দরজায়।