আজ আর কিছু চাইবো না
যা পেয়েছি তাই নিয়ে যাব চলে।
আজ আর পিছু ফিরবো না
না চাইলেও চোখ ভরে যায় জলে।
কি যে করি, তোমরায় সব বলো
আমার যে কি হাল হলো।

ফাগুন দিনে আগুন চেয়ে
খুব কি করেছি ভুল?
এখন গাছের গোড়ায় জল ঢালি
ভুল করে কেটে ফেলেছি মূল।
কি যে করি, তোমরায় সব বলো
আমার যে কি হাল হলো।

এখন সেজন চোখেতে চোখ রাখছেনা
সেওকি বুকে পাথর রেখেছে।
হৃদয়ের নদী উথাল পাথাল বয়
তাই কোন অজানায় ছুটে চলেছে।
কি যে করি, তোমরায় সব বলো
আমার যে কি হাল হলো।