আজ ওরা কিছুতেই কাছে এলোনা
           শুধু বলে আজ ওদের ছুটি ;
আজ ওরা ইচ্ছা করে পথ হারাবে
      নিজেদের মতো সাজিয়ে ঘুটি ।
বললাম কোথায় কতদূরে যাবি
       যেখানে বিদ্যুত্‍ খেলে যায়?
তাতো জানিনা, তবু তোমাকে বলছি,
      যাব যেদিকে দুচোখ যায়।
বুনোহাঁসের মতো হটাত্‍ ঘরছাড়া
      দেখবো সাত সাতটা সমুদ্দুর ।
আর যেখানে দুধ সাদা ঝর্ণা ঝরে
    উঁচু পাহাড় থেকে অমৃত ধারার ।
ইট কাঠ পাথর কংক্রিটের জঙ্গলে
     আমদের দম আটকে আসে;
আবার ফিরব কবি তোমার অঙ্গনে
     বৃষ্টি ভেজা পায়ে কদম সুবাসে ।