কালের গহিনে লুপ্ত বাসনা
জাগে মনে সকাল সন্ধ্যা,
কত গোধূলি উষাতে মিশতাম
সবুজ স্নিগ্ধতা দেহকে দিতাম।
সেদিনের কথা মনে পড়ে,
নিভৃত চেতনায় স্পৃহা খুঁড়ে,
মিলবার এই অতৃপ্ত বেদনায়
থাকি শুধু সবুজের সাধনায়।
মন চায় আজকে সবুজ শুধু
মানবের হিংস্রতা হোক ধু ধু,
তোমাদের স্থানে উঠেছে কত
প্রাসাদ অট্টালিকা ভরে যত।
মানবেরা পুড়ে মরে নিজেদের পাপে
সূর্যের জালাময় জ্বলন্ত অগ্নি তাপে,
যাদের দিয়েছো শিতল ছায়া
তারাই করেছে হিংস্র হানা,
তোমার সবুজে পুষ্ট যারা
তোমার ঘাতক শত্রু তারা।
নিঃস্চুপে কত কাননের মৃত্যবরন
আর সয়না কশাইয়ের পদচারণ,
নিমকহারাম কুখ্যাত ঘাতকের দল
তোদের উদর ভরাই,তাদেরই ফল।
করো আজ তোমরাও অন্বেষন
দৃঢ় হোক তোমাদের আজ পন।
আর নয় ফুল-ফল-ভালোবাসা
উঠুক ফুটে তোমাদের ভূমিকা-
আমিও আছি তোমাদের পাশে
সংগ্রামী রণোন্মাদনার প্রয়াসে।
আর নয় সহ্য এই মৃত্যুবরণ
প্রায় নিঃশেষ তোমরা যখন,
শুধু আমি নই সোবাই রয়েছে পাশে
মৃত্তিকা বায়ু নভভরা সূর্য্যরা সকলে।