জানি হারাবো তোমাকে
একদিন-
স্তব্ধতায় নয়নের কোনে কোনে
বয়ে যাবে স্রোতাকারে
অবাধে অশেষ অশ্রূধারা।
শোকের পলকে ভাঙবে
আমার হৃদয় কম্পমানা।
আলোকিত দ্বীর্ঘ দিবসের শেষে
গোধূলির রেখা ডিঙে
নেমে আসে যেমন ধূসর সন্ধ্যে
পৃথিবীর পথ প্রান্তরে
কালিমায় ঢেকে ।
তোমার অনুপস্থিতি ঢেকে দেবে
তেমনী, বিরহী অশ্রূজলে আমারে।
সত্য শাশ্বত বাস্তব জেনেও
নিয়ত লড়াইয়ের পথে,
ভবিতব্যের অভিমুখ বদলাতে
সর্বদা সচেষ্ট-
আপন ডোরে
      বাঁধিলে যারে,
ছিড়িবে তাহারে
          কেমন করে?