আজ আমার চোখে অশ্রু দেখে
উঠছে তোমার মুখে অট্টহাসি,
আমার একাকীত্বের গভির যন্ত্রনা
তোমার মনে জাগছেনা সমব্যথা।
মনভাঙা বিরহ তুচ্ছ তোমার কাছে।
ইতিহাস সাক্ষি যে যন্ত্রনার
তাকেও অস্বিকার করেছো তুমি,
মেতেছো অনাবিল আনন্দে।
একদিন হয়তো তোমারও
দুনয়নে একাকীত্বের অশ্রু
ঝরতে পারে----
সেদিন আমার মুখে
উঠবেনা অট্টহাসির ঢেউ।
মানবিকতা জাগাবে আমাকে
সমব্যথা--
কারো চোখে অশ্রু,
হৃদয়ে যন্ত্রনা করুনচিত্র দেখে
নির্লজ্জতা অদম্য প্রয়াস,
দেখতে পাবে না আমাতে।
কারন-? আমি মানুষ ।