প্রথম ভাষনেই সত্য ফুটিলে
হতাম না অলিক প্রেমের নায়ক।
হৃদ প্রাচিরের বাধন ভেঙে
বসিতেনা কোমল প্রেমের সিংহাসনে।
আবেগের স্রোতে ভেসে ভেসে
লহরির পর লহরি উঠিতোনা এ প্রেমে।
আজ রাঙা প্রভাত পূর্ণিমার রাত্রিকে
আমার মনে হতো না তিক্ততা।
মানস সরোবরে পদ্ম হয়ে
শোভায় না ভরিতে এ হৃদখানি
তাহলে আজ সত্য পদ্মকেউ,
মনে হতো না মিথ্যে আকর্ষন।
এ দুচোখে আমার পরাতেনা
যদি সেই রূপ মায়াবি ঠুলি।
তাহলে আমি সম্পর্কের বাঁধনে
পারিতাম বাঁধিতে অন্য মানুষীকে।
আজ ছলা কলার অগোচরে
অঙ্গার করে দিলে এ জীবন যৌবন।