হৃদয় কঁদছে নিয়ত আঘাতে
মৃত্যু মানেনা বাঁচার আশ্বাসে।
অবিরত ফুটে হিংস্র কুসুম-
বিবেকের হাত লুকিয় রেখেছে
মানবিকতাকে দিয়েছে বিদায়ে।
সজাগ স্বদেশ হচ্ছে নিঝুম
কুসুম কাননে নেইকো বাহার
ফুল ফুটতেই দেয়নি তাহার।
পাপড়ি গজাবে কিভাবে সুসম-
দানবের দল ঘিরেছে কানন
করছে না কেহ তাদের বারন।
সোবাই ভেসেছে ভেড়ার স্রোতে-
ঠুলি পরা চোখে পড়ে গোচর
এই বনানীতে রয়েছে খেচর।
সাপ-ব্যং-কীট নিরুপায়ে আজ-
নিয়ত মৃত্যু দিচ্ছে তাদের
মুখের খাদ্য তুলেছে যাদের।
যান্ত্রিকতার বিপ্লব ঘটে
নিয়ত আমার স্বদেশে।
চারিত্রিক বিপ্লব ঘটাতে পারেনি
ভারতমাতার সন্তান-সন্তুতির---