সেই রূপ সেই দিন
স্মৃতির ঘরে আছে,
কেবল তোমার ছোঁয়া নেই যে আজ
বার্ধক্যের কাছে।
ভোর হয়-হয় এমনতো দিন
অনেক গেছে,
লাগছে না ভাল এমনিই ভোর-
যেখানে-কাজের নেশায়
জগৎ ছোটে।
কাজ ভালো কাজ ভালো
কে যেন কোথায় বলে,
কাজের নেশা এমনি তিতা
যেন বিড়াল ঘন্টা গলে।
কৈ-গো,বলে অনেকেই আজ
স্বপ্নপুরী আঁকে,
রাজকন্যে বিয়ের সাজে
বসল নদীর বাঁকে।