তুমি সুন্দর, কি সুন্দর
চন্দ্রিমা ও সুন্দর, জ্যোৎস্নাময়ী
কিন্তু সে তো পূর্ণীমার নিশিথেই।
জোনাকি অহর্নিশি
অতসী কিরনময়ী।
কিন্তু সেতো নিশিথেই পায়
খজ্যোতির মূল্য।
তুমি সুন্দর, কি সুন্দর।
ভোরের পৃথিবী ও সুন্দর,
কুলায় কলরবে মেতে ওঠে
পক্ষি সাবকেরা।
গোলাপ মালতি টগর
সুগন্ধি সুভাষ ছড়ায়
এই ভোরের প্রকৃতি কে।
কিন্তু ক্ষণিক পরেই
তপনের কিরন কুদৃষ্টি
বহন করে আনে এই ভোরের
পৃথিবীর দেহে।
তুমি সুন্দর, কি সুন্দর
শরৎ ও সুন্দর,
ধান্যভরা  সবুজ সবুজাভে
বাংলার ক্ষেত মাঠ
মেতে ওঠে হরিৎ আনন্দে।
দিক- দিগন্ত ছড়িয়ে যায়
কাশ ফুলের শ্বেতভাব।
কিন্ত শরত তো শরতেই মেতে ওঠে!
এরাতো সোবাই সৌন্দয্যে মেতে ওঠে
কোনো এক সময়ের কোলে,
গ্রাস করে কোনো এক শত্রু।
তুমিতো শত্রুহীম অসীম সৌন্দর্য্যে
মুগ্ধ করেছো সারাটি জীবন ধরে।
তুমি সুন্দর, কি সুন্দর।
তোমার সৌন্দর্য অপার, নিঃশেষ।