গোলাপের অঙ্গনে এসেছে বসন্ত
কুড়ি হয়ে বসে আছি কনে
বউয়ের সাজে।
গোধূলি লগ্ন বয়ে যাচ্ছে,
বক্ষভরা অসীম ভালোবাসা
কার অপেক্ষার পথ চেয়ে বসে
আসছে না সেই মানব।
মনের সগোতোক্তি ঝরছে
বিরহের ঝর ঝর ঝরনায়-
'অনেক বসন্ত পার হল
আমি কুঁড়ি হয়ে বসে আছি
কনে বউয়ের সাজে।
তুমি আসবে কবে
বরের সাজে-?
ফুটবো আমি পাপড়ি
মেলে---