এখনো ডাক দিলে সে আমার কথা শোনে-সে হল ভোরের পৃথিবী
আমি তাকে ভালবাসি।
প্রানের চেয়েও ভালবাসি।
সে বন্ধুর জীবনের চঞ্চল নদীর মতো।
আমাকে ডাক দেয়--
,সখ্যপ্রেমের আলতো ছোঁয়ায় আলিঙ্গন করে।
আমি সেদিন বুঝিনি তার কথা।
শুধু ভালবেসেছি,পাঁচটি আঙুলের
কোমল সস্পর্শে।
তারে চুম্বন করেছি।
সে আমার চেতনার আঙিনায় বদ্ধ।
পরিষদ সাক্ষি দেয় আমিযুগল প্রেমের নায়ক।
আকাশ বাতাস তরুলতা এরা ছিল সংসদ
ভোরের পৃথিবীর সেতু।