তুমি তো বাস্তবে আনন্দের প্রহরে
মেতে উঠেছো স্বপনের তরে।
আমিতো অবাস্তবের গন্ডি ছিঁড়ে
যেতে চাই সেই প্রান্তে-
যেখানে অর্থের ঘ্রানে
মানুষের মন উতলা হয় না।
সংসারিক প্রসাধনিক দ্রব্যে
তারা মেতে উঠে না
সুকোমল ভালোবাসাকে
ছিন্ন ভিন্ন করে দেয় না।
হিংস মানবিক আচরর
ভেঙ্গে দেয়না দুটি হৃদয়ের
মেল বন্ধন।
তাইতো আমি সেই দেশের সন্ধানে
আবিরত  চলেছি ছুটে
আমার ভালোবাসা নিয়ে--