আষাড় এসেছে বৃষ্টি নেমেছে জোরে
কোদাল ধরিয়া নেমেপড়ি আজ কর্ষনের কাজে-
চলরে ছুটে  বীজ বুনে দি হাল বাওয়া ক্ষেতে-
সূফলার সার ছড়াবো এবার শষ্যের গা বেয়ে।
মাথা উচূ করে  দাড়িয়ে রয়েছ ধান গাছটা
আষাড়ের জল শ্রাবনের রৌদ্র পেরিয়ে শিষটা
সবুজের রং সরিয়ে এবার হলুদ গাছটা
এবার রয়েছে মোদের  আশায় ধানটা।
চলরে এবার ফেলি ঘুরে ঘাম কেটে আনি ধান।
ঝাড়া-ঝাড়ি হবে ঘাম ঝরা ধান ।