সংসার সংগ্রামে আহত সৈনিকের মতো
ছুটে চলেছে -তিক্ত হিয়ায়
দিন ও রজনী মৃত প্রানীর মতো।
আমি দেখেছি তাদের,
কর্নকূহরে ব্যাঙের মতো
সুমধুর ভাষনে।
তারা জননায়ক-বিশাল মহিরুহের মতো
পক্ষি সাবককে আগলে রাখে
অসংখ্য নীড়ের মাঝে,
ঝড় আসলে বাধা দেয়
নিঃশব্দে নিরবে,
ভুলে যায় অশান্ত পৃথিবী
গৈরিক ছন্দে বেজে ওঠে বিবেকের বানী
বারংবার-আমি বাঁচাবো আমি আছি
শেষে ঘূর্ণিঝড়,পশ্চিমের আকাশ হয় লাল
আসে আঁধার-আসে শুধু স্বপ্ন
পরি শেষে সুপ্রভাতের তরে
লালসার সমুদ্রে তারা ঝাপ দেয়----