আজো দীর্ঘ নিশার কালিমা কাটিয়ে
চক্ষু মেলি-
অনন্ত দুরশার স্বপ্নের অবশানে
তখনো তোমায় দেখি
ভালোবাসার দ্বীপ শিখাটির মাঝে।
টিপ টিপ জলেছো-
পূর্নিমার চন্দ্রের ন্যায় ঊজ্জ্বলে।
প্রতিটি প্রভাত কাটাই আমি
ভাবনা আর স্বপ্নের মাঝে
তোমার-
আর প্রতিটি দিবস আঁখিজলে
লিখে যাই-
স্নিগ্ধ কোমল ভালোবাসা কে
চায়নি তারা-
অর্থপিপাসু রক্তাক্ত ভালোবাসা কে
চেয়েছে তারা-