স্বাভাবিক সুখ ও শান্তির কূহকে সূর্য প্রতিম মানুষেরা
ঊষা ও গোধূলির মধ্যে দিয়ে
হারিয়ে যায় কোন অন্ধকার অর্নবে
অনেক স্মৃতি, কান্না, শোক, দুঃখের ছায়ায় তারা।


সৃষ্টির কঠিন এই জীবন বাস্তবতার শাশ্বত চেতনা
বুকে নিয়ে মানুষ খুঁজেছে-
পূর্বে তার সাক্ষরতা দিয়েছে,
তবুও নর নারীরা পেয়েছে অমৃতের দোতনা।


আজ জন্মালো যারা ঊষার আলোর মতো ভোরে
গোধূলির মতো কাল তারা
অন্ধকারে হবে দিশেহারা
থাকবেনা সেই সব মানুষেরা
মিশে যাবে সৃষ্টির জীবন ইতিহাসে
উজ্জ্বল বাস্তবতার অমোঘ নিয়মের আঁধারে।