বাহুবলে বীরত্বে চলে রাজনীতি
উদারতা আজকে বশিভূত-
বিজয়ের মিছিলে মিছিলে হুকুমজারি
বাংলার ঐশ্বর্য কুক্ষিগত।


নিরবে মধ্যবিত্ত;গরীবেরা শঙ্কিত
শিক্ষিতেরা কাপূরূষ-
বেকারতার মহাবন্যা আসছে নিশ্চত
তবুকি মুখ বুজে থাকবে মানুষ।


হাজার হাজার গরিবের টাকা
যাদের উদরগত-
তাদের সাথেই সঙ্গমিলিয়ে
খাচ্ছে পদাঘাত।


সরে এসো,জনসভা জনমত গড়ে
হুঁশিয়ার হও দিকে দিকে-
লুকিয়ে থেকো না আজকে পলাতক
এরা মেটাবে না সমগ্রতার খিদে।


আজকে ক্ষমতার আছে দাম
আইন প্রশাসন হাতের পুতুল
প্রশাসক ছাঁচের আদলে শুধু নাম,
অরাজকতার লড়াই তুমুল।


অন্যায় অত্যাচারে পথঘাট ভরে কালিমায়
দিক দিগন্ত শঙ্কিত,শুধু রক্তক্ষয়-
ধর্ষিতার আর্তকন্ঠে রাত্রি রচিত হয়
সবুজ স্বনীল রূপসী বাংলায়।


ফিরে এসো সুকান্তের বিদ্রোহে
নজরূলের ভালোবাসায়,
কবিগুরুর চোখে চোখ রেখে
জীবনানন্দের পথের নিশানায়।