যেদিন এসেছিল একটি গোলাপ-
প্রেমের আবেগে দোলাচল মন;
ছুটেছিল উন্মাদনা বিভোরে।
সন্ধ্যা সকাল জাগেনি তখন
সত্যি না মিথ্যার দ্বিধাকথা।
কি ছিল তোমার মনে
জানিনি গো ভালোবাসা।
আজো গোলাপ ধরা হাত
সেই সাজে দিন গুনে;
শুধু নেই গোলাপের জৌলুষ।
মাঝে সময়ের পথে ঘুরে ঘুরে;
বুনলাম কত গোলাপের ঘরে
স্বপ্নসুধার জাল-
দিন শেষে নিয়ে গেল,
বুক ছিড়ে,গোলাপের জৌলুষ।
খুশির খেয়ালে হারিয়েছি সৌরভ
রাঙা রঙে মুগ্ধ-তুমি কি সুন্দর!
আজ খুজি শুধু সৌরভ-
খুজে খুজে মরি মিছে,
জীর্ণ গোলাপে সৌরভ।
গোলাপের ফ্যাকাশে রঙ লিখে,
আজ জীবনের সব ভৈরভ।
সব হাসি নিয়ে গেল-
গোলাপের সৌরভ।
কষ্ট কে বুকে চাপি
তবু তুলি মুখে হাসি।
তুমি ছিলে ভুল হাতের গোলাপ
তাই শুনেছি কত মিথ্যে প্রলাপ।
কারো হাতে ফুল তুমি
কেউ বলে কাঁটা তুমি-
তোমার সৌরভ তাই
পায়না গো সোবাই।