থমকে গেছে যান্ত্রিক নগরের যন্ত্রনা
সেই অবদান তোমারি 'করোনা'
অর্থ অহংবোধে ভূলে ছিল যারা মৃত্যুকে
হারিয়ে দিয়েছো তাদেরও ভ্রমকে।
যেখানে উঠতো না কোনো দিন শঙ্খধ্বনী
কানে লাগতো যাদের এই সব এক অশনী
ঠাকুর ঘরে আজ তাদেরও প্রার্থনা
ধ্বংশ হোক পৃথিবীতে এই 'করোনা'
এই ভয়টুকু তুমি শুধু রেখে যাও
ভ্রম গুলো সব মুছে দাও;
অহমিকার ওপরে গড়ো আবার সভ্যতা
'সত্যম শিবম সুন্দরম' এটাই সত্য বুঝুক জনতা।