সেইসব ফুলেদের গল্প শুনবেন?
যারা পাঁপড়ি মেলে রাতের আঁধারে?
সৌরভ ছড়িয়ে ডাকে ভ্রমরকে?
রাতেও কিছু ভ্রমর আসে।
লুকিয়ে, চুপ করে, সবার আড়ালে।


রাতের ভ্রমরের সাথে কোন উপহার থাকেনা।
তারা আসে হুল আর লালসা নিয়ে।
হুল ফুটিয়ে তারা ফুলগুলোর-
রূপ, রস আর গন্ধ ছিনিয়ে নেয়।
রাত শেষে ফুলগুলো নির্জীব হয়ে-
ঢলে পড়ে নিদ্রাদেবীর কোলে।


সারাদিন নিদ্রায় ফুলগুলো আবার-
সজীব হয়, পাঁপড়ি মেলে, গন্ধ ছড়ায়।
প্রস্তুত হয় আরো একটা ক্লান্তিকর রাতের জন্য।