তোর দেয়া বিষে আমার কণ্ঠে-
নীলের ছোঁয়া লাগেনি।
কারণ আমার গলা চেপে ধরার-
জন্য পার্বতী সেখানে ছিলেন না।


মরুভূমির সব শুষ্কতা তাই-
আমার কণ্ঠে বেঁধেছে বাসা।
পিঞ্জর ছাঁকা আকুলতা তাই-
তোর কানে নির্বোধ চিৎকার।