টিপটিপ বৃষ্টিতে ধুয়েমুছে একাকার,
রং গুলোর ঘুম ভাঙে....
জাল হাতে জীবিকার্থে তারা,
মজেছে মেটে গাঙে....
মাছরাঙার শিকারি ঠোঁট যেন,
মুহূর্তের সন্ধানে অপলক....
প্যাকেট বাঁধা ফুটবল খেলায়,
অট্টহাসির ভেজা নাবালক....
আল বেয়ে কাদামাখা কয়েক,
গান গেয়ে দিগন্তে মেশে....
চায়ের দোকানে গল্পের আগুন,
আলোর যাত্রা শেষে....
শাঁখ বাজা সুরেলা সন্ধ্যেবেলায়,
ঠাকুমার রুপকথার ঝুলি....
হ্যারিকেনের টিম টিম আলোয়,
চোখ বুজে রং তুলি....
সময়ের দৌড়ে সকাল হয়ে যায়,
স্মৃতিরা কবরে বিছায়....
তবুও একাকী শহরের বদ্ধ কোণে,
মনটা কেবল কবর খুঁড়ে যায়....