হঠাৎ দেশপ্রেমীর জলবায়ু,
এক নিমেষে তিন রঙা মন...
রক্তে প্রাণ ফেরানোর চেষ্টা,
কিছু একঘেয়ে ওজনহীন ভাষণ;
তবুও দেশতো স্বাধীন..
জ্বলাতঙ্কের কুকুর পতাকা তোলে,
রোজ ভাদ্র মাস আর কবর খোঁড়ে;
দেশ প্রেমী সেও...
গতকালের ধর্মযুদ্ধের রাম-রহিম,
তারাও হল জাতিগত স্বাধীন;
দেশ প্রেম তাদের শিরায়....
কাগজ কুড়ানো সমাজের পঙ্গুটা,
শুকনো সেই লোহিত সমুদ্রে;
অবাক লাগে!!সেও স্বাধীন...
আক্সিন লাগানো ধনী সমাজ,
শোষণ যে জন্মগত স্বভাব;
ফলত..আশাহীন নিথর দেহ,
বোঝে স্বাধীনতার মূল্য...
দেশ সেই একই আছে,
বদলেছে মানুষের ধরণ...
তাই,কালশিটের অসভ্য দেশে
অর্থহীন সে স্বাধীনতা দিবস.....


                            .