কষাঘাতে পিষেও যদি,চুপ থাকে উত্তর
অচেনা পথের অভিজ্ঞতায় যদি, ক্লান্ত প্রহর
তবে তুমি সফল....
ব্যর্থতার পরও যদি,সুযোগের দিন দেখ
খাতায় কাটাকুটির পরও যদি, ইচ্ছে লেখ
তবে তুমি সফল...
নিজের প্রশ্নের উত্তর যদি,অন্তরে খোঁজো
অন্যকে বোঝার আগে যদি, নিজেকে বোঝ
তবে তুমি সফল...
হাজার ঘুমের ব্যঘাতেও যদি, প্রদীপ জ্বালাও
আশার গন্ধ গোপনে যদি, নিঃশ্বাসে ভাসাও
তবে তুমি সফল...
তোমার ছায়ায় যদি,কেউ শীতে ভিজে যায়
তোমার পথ যদি,অন্যকে পথ চিনিয়ে দেয়
তবে তুমি সফল...
ফেলে আসা সময় যদি,মুখে হাসি ফোটায়
যন্ত্রণার মুল্যবোধ যদি,তোমায় কুলি ভাবায়
তবে তুমি সফল...