অতৃপ্ত ক্ষমা


শকুন ছিঁড়ে ছিঁড়ে খায়;মন-প্রাণ,
মিথ্যা আশার পাচ্ছি,অশ্লীল ঘ্রাণ...
প্রাপ্য যখন,চুপিসারে ভাবতে বসে;
চুরির ডোরাদাগ পরে,নিজ বিশ্বাসে...
বাষ্প জমে পুঞ্জিভূত;কোন সে জয়ে,
গড়তে গিয়ে ভেঙেছি,বাঁচার সময়ে...
ভেবেছি,কত অচেনা ভাবনার ভীড়;
গঙ্গা জলে কেমনে ভাসাবো,এই শরীর..
চল না মন হেরে গিয়ে,খুশী খুঁটে খাই ;
ক্ষমা না থাক,সেই চৌচির ভালবাসায়...
উদাহরণ হয়ে থেকে যায়,নিষ্ফল প্রেমে;
বর্ষা নাইবা এল,বৃষ্টি আসুক না নেমে....


                 ©আশুতোষ দালাল


প্রেমে ভুল করার পরে....ক্ষমা চেয়ে শুধরানোর একটা ব্যর্থ প্রচেষ্টা....