জন্মগত না সহজাত অজানা,
বিশ্লেষণের ক্লান্তি সর্বক্ষণ...
অন্তরের টান আবদ্ধ অণুতে,
বিস্ফোরণে তবু অলস কচ্ছপ...
প্রকাশ্য অনুভব মেশে নিঃশ্বাসে,
চেষ্টায় কাপুরুষের আত্মা...
শব্দগুলো মুক্তি যুদ্ধে নামে,
পরাজয়ের রক্ত মাখে তারা...
খুন হয়ে যায় অজান্তেই বহু,
আমিও রক্ত মেখে ফেলি...
নামে দোয়াত পড়ে যায়,
নোনা জলেও মোছে না...
মাটির শিখর বেড়ি পড়ায়,
ক্রমশ ঘুম পেতে থাকে...
হারায় চেনা ঠিকানা গুলো,
দূরত্ব কেবল বাড়িয়ে তুলি....