দোষ-


পরের দোষটা দেখছো ঠিকই
নিজের দোষের নেই খবর
দোষ করেও করছো গোপন
আর বলে যাও একটু সবর
সবর, সবর একটু সবর ।।


দোষ করেছো করছো আরো
লড়াই বড়াই কতো,
শক্তি সাহস বল দেখিয়ে
চলছো নিজের মতো।
কারোর প্রতি দোষ না ধরে
মন্দচারি আর না করে
আর নিয়ো না অন্য কারোর খবর ।।


কারোর দোষে আঘাত হানো
জানাও শতো ধিক্
দোষটা নিজের জানলে পড়ে
মুখটা লুকাও ঠিক।
করবে ক্ষতি ভাবছো এখন
নিজের ক্ষতিই হবে যখন
দুঃখ বয়ে খুঁড়তে পারো কবর ।।