তোমার মনটা আঁকা-বাঁকা,
তবু, ক্যানভাসে আঁকা।
ভেঙেছ বিবাহ বচন,
দূর হয়েছে আত্মীয়-স্বজন।
গর্ভে আসেনি পুএ,
এ তোমার কেমন সূএ।
দুঃখে মোর জরুরী,
আমি যে নারী।
নারী শুধু কি? পুরুষের কামনা,
নপুংষের চরনে মুখ খানা।
আঁকড়েছি প্রকৃতি ভরা বেদনা,
মমত্বের ছলনা।
তোমার দুঃখে মোর জরুরী,
আমি যে নারী।
কবে হবে নবজাগরণ,
ফিরিয়ে দাও আত্মীয়-স্বজন।