যে গাছ বিংশ শতাব্দী থেকে জর্জরিত
প্রতি নিত্য মানুষের আঘাতে
তবু,দেয় শান্তির ছায়া
চুপ থাকে বুকের ব্যথা অনায়াসে॥
প্রান হারায় দীপ্তি কালের করাল আঘাতে॥


আবার জন্মায় এই মাটিতে
শাখা-প্রশাখা ছাড়িয়ে
আদর,যত্নে বড় করো নিজের স্বার্থে
মলিন হয় কীট কিংবা মানুষের আহারে॥
প্রান হারায় দীপ্তি কালের করাল আঘাতে॥


শিশুর মতো নিস্পাপ হৃদয়
পাতা গুলো কি দারুণ পোশাক
সূর্যের বিচ্ছুরণে দেখায় ঝলমলে
ধন্য আমি দেখে এই অবকাশ॥
প্লাবিত হয়ে ওঠে হৃদয়॥


যখন সে ফলে ঢাকে
তাতে তোমার ভাগ থাকে
নিঃস্ব করো আঘাত করে
সূর্যের থেকেও বড় শত্রু, মেরে ফেলো শ্বাসরোধ করে॥
থাকে শুধু ক্ষত। হাই রে নদী তুই আপন বেগে পাগল পারা,
মনুষ্য যে দিশেহারা॥