রোজ জলে ভাসছে হাজার দেহ খানি॥
গভীর রাতে আরাম্ভ মৃত্যু'র ষড়যন্ত্র॥
রান্না ঘরে ওঠে আগুন ভস্ম নারী॥
দমকা আগুন পাচ্ছে জ্বলে ওঠার মন্ত্র॥


মানবতা নিয়েছে ছুটি-
তাই মৃত্যু হাজির শোক-সঙ্গীতে
আগুনে পুড়ে কেউ পাচ্ছে মুক্তি॥
কেউ বা গঙ্গার জলে ডুবে॥


না না এটা মুক্তি নয় এটা হত্যা॥
প্রতিদিন দেখছি এই হত্যার বিষন্নতা॥
প্রতিদিন দেখছি বহু কান্না॥
তাই তো বেঁচে থাকতে নিজে কে করেছি অচেনা॥


দু'মুঠো জল চাষ করেছি আগুনের তৃষ্ণা মেটাতে॥
নখ হীন নর কঙ্কাল কে পরাস্ত করে॥