আমায় ভয় দেখানো সহজ নয়॥
আধুনিক সভ্যতার মানুষ আমি॥
ভুলে যাও ইংরেজ শাসন ভুলে যাও সেই সময়॥
আমি যুবক আমার রক্তে আগুন বেশি॥


আমি প্রতিবাদী সমাজের নক্ষত্র॥
হিংসার আগুনে লাফিয়ে পড়ি জাত-পাত ভুলে॥
তখনি হয় মুণ্ডচ্ছেদ দুই'ভাগ দেহ॥
আবার আসি নরসিংহ রূপে॥


যেখানে শুধু হিংসা আর মারামারি॥
যেখানে কৃষক পুড়ে অনাহারে॥
সেখানেই আমি প্রতিবাদী॥
মগ্ন থাকি নটরাজের নৃত্যে॥


ধর্ম যখন রঙ্গমঞ্চালয়॥
পূর্ণতার আশা নিভে পায় ভয়॥